বর্তমান বিশ্বের যেসব প্লেয়ার রয়েছে তাদের মধ্যে নেইমা'র জুনিয়রের পেনাল্টির ধরণটা একেবারেই আলাদা। অন্যান্য সব প্লেয়ারের থেকে তার পেনাল্টি নেওয়ার ধরন পুরোপুরি ব্যতিক্রম।
অন্যান্য প্লেয়াররা যেখানে বল মা'রার চেষ্টা করেন গতিতে সেখানে নেইমা'র জুনিয়র বল মা'রেন কম গতিতে। কিন্তু তার পেনাল্টি আট'কানোর সাধ্য কি গোলকিপারের?
ব্রাজিলের সর্বশেষ ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং এই ম্যাচেও দুটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। দুটি পেনাল্টি থেকেই গোল করেছেন নেইমা'র।
দুটি পেনাল্টিই নেইমা'র নিয়েছেন তার স্বাভাবিক ভ'ঙ্গিতে এবং দুটি পেনাল্টির সময়ই গোলকিপার উল্টো দিকে দিয়েছে ঝাঁপ।
কিন্তু দ্বিতীয় পেনাল্টির সময় গোলকিপারের অসহায়ত্বের দিকটি যেন একটু ভালো ভাবেই ফুটে উঠেছিল। নেইমা'রের কিক মা'রার আগেই গোলকিপার উল্টো দিকে ঝাঁপ দেয়।
এরপর তিনি যখন দেখছেন বিপরীত দিক দিয়ে বল চলে যাচ্ছে, বল তখনও গোলের লাইন অতিক্রম করেনি, কিন্তু গোলকিপার বল থামানোর চেষ্টা না করেই হাল ছেড়ে দেন।