উয়েফা ন্যাশন লিগে গতরাতে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট পর্তুগাল এবং স্পেন। বি গ্রুপের এই ম্যাচে স্পেন এবং পর্তুগাল ড্র করেছে ১-১ গোলে।
স্পেনের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রো'নালদোকে বেঞ্চে রেখেই একাদশ সাজান পর্তুগীজ কোচ ফার্নান্দো। অন্যদিকে ফাতি, অ্যাসেনসিও, রোদ্রিদের একাদশের বাইরে রাখেন স্পেন কোচ।
ম্যাচের ২৫ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এই লিড তারা ধরে রেখেছিল ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। কিন্তু এরপর আর সম্ভব হয়নি।
ম্যাচের ৮২ মিনিটে পর্তুগাল তারকা রিকার্দো হোরতা সমতায় ফেরান পর্তুগালকে। ক্যান্সেলোর পাস থেকে গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।