কো'পা আমেরিকা জেতার পর আর্জেন্টিনার প্লেয়াররা এবং ব্রাজিলের প্লেয়াররা কথার লড়াইয়ে লিপ্ত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগু'লোতে। সেখানে একে অন্যকে ছোট করতে দেখা যায়। অবশ্য শুরুটা করেছিল আর্জেন্টিনার প্লেয়াররাই।
এবার আরও একবার ব্রাজিলিয়ানদের খোঁচানো শুরু করল আর্জেন্টিনার প্লেয়াররা। ফাইনালিসিমাতে ইতালিকে হারানোর পরই তারা ব্যা'ঙ্গ করতে শুরু করে ব্রাজিলিয়ানদের।
কো'পা আমেরিকার সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আর ইউরোর সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল ইতালি। এই দুটি দল মুখোমুখি হয়েছিল কনমেবল উয়েফা কাপে যা ফাইনালিসিমা নামে পরিচিত হয়।
এই ম্যাচে ইতালিকে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। তারা ড্রেসিং রুমে উৎসব করতে গিয়েই খোঁচা মা'রে ব্রাজিলিয়ানদের। গানে গানে ব্রাজিলকে খোঁচা মা'রেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানে তারা বলে, “ব্রাজিলিয়ান কি হয়েছে? পাঁচবারের চ্যাম্পিয়ন কুঁচকে গেছে?”
এই ভিডিও আবার ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেইমা'র জুনিয়র আবার সেই ভিডিওতে কমেন্ট করে আর্জেন্টিনাকে পাল্টাকে খোঁচা মা'রেন। তিনি লিখেন, “বিশ্বকাপ জিতেছো?”