ব্রাজিলিয়ান তারকা নেইমা'র জুনিয়র প্রায়ই অ'ভিযোগ করেন যে খোদ ব্রাজিলেই যথাযথ সম্মান পান না তিনি। নেইমা'রকে সুযোগ পেলেই সমালোচনার কাঠগড়ায় দাঁড় করানো হয়।
তবে ব্রাজিলে যাই হোক, সারা বিশ্বে কোটি কোটি ভক্ত তৈরি করে রেখেছেন নেইমা'র যার প্রমান মিলল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে জোড়া গোল করে মন জয় করেছেন দক্ষিণ কোরিয়ান ভক্তদের।
দক্ষিণ কোরিয়ার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করে। ম্যাচে জোড়া গোল করেন নেইমা'র জুনিয়র। যদিও দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।
নেইমা'র মোট ১০টি সুযোগ তৈরি করেছেন এই ম্যাচে। ৪টি ড্রিবলিং সম্পন্ন করেছেন। দুটি গোল করেছেন। ম্যাচের পুরোটা সময় খেলেননি তিনি। তবে যতটুকু সময় খেলেছেন তাতেই মন জয় করেছেন স্বাগতিক স মর'্থকদের। তারা দাঁড়িয়ে সম্মান জানিয়েছে নেইমা'রকে।