আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিলিয়ানরা।
ম্যাচের ফলাফল যাই হোক, মাঠের বাইরে কিন্তু দারুণ সময়টাই কা'টালেন দক্ষিণ কোরিয়ান তারকা সন। নেইমা'রের স'ঙ্গে জার্সি বদল করেছেন তিনি।
ম্যাচের পূর্বে নেইমা'রকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে উল্লেখ করেছিলেন সন। একই স'ঙ্গে ব্রাজিলে অনেক বিশ্বমানের তারকা রয়েছে বলেও উল্লেখ করেছিলেন।
কিন্তু যেটা উল্লেখ করেননি সেটা হচ্ছে, তিনি নেইমা'রের ভক্ত, তিনি ব্রাজিল ফুটবলের ভক্ত। আর এই গো'পন কথাটা ফাঁ'স করলেন টটেন হা'মে সনের সতীর্থ ব্রাজিলিয়ান এমা'রসন।
এমা'রসন বলেন, “আমি নেইমা'রকে ম্যাসেজ পাঠিয়েছিলাম যেন সে সনের স'ঙ্গে জার্সি বদল করে। কারণ সন তার খুব বড় একজন ভক্ত। সে ব্রাজিল ফুটবলেরও ভক্ত