ফর্মহীনতায় থাকায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ছেন মুমিনুল। ম'ঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় বৈঠক করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বি'ষয়টি জানিয়ে দেন মুমিনুল।
বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি।
আমা'র কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগু'লো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সি'দ্ধান্ত নেবেন উনারা জানেন।’
মুমিনুল নেতৃত্ব ছাড়াতে সাকিবই বিসিবির প্রথম পছন্দ। এ ব্যাপারে সাকিব সবুজ সংকেতও দিয়েছেন। তবে সেই সি'দ্ধান্ত জানা যাব'ে ২ জুন। এদিন বোর্ড মিটিং রয়েছে। সেখানেই নেওয়া হবে সি'দ্ধান্ত।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘২ জুন আমা'দের বোর্ড মিটিং রয়েছে। সেদিন চূড়ান্ত সি'দ্ধান্ত হবে টেস্ট অধিনায়কের বি'ষয়টি।
নতুন অধিনায়কের নাম জানার জন্য আরো একদিন অ'পেক্ষা করতে হবে।’এ ছাড়া সাকিবের অধিনায়ক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি টিটু।
সন্ধ্যায় সাকিবকে নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই, কেন থাকবে না? সাকিব একজন অ'ভিজ্ঞ খেলোয়াড়।
মমিনুলের জায়গায় অ'ভিজ্ঞ কাউকেই দেওয়া হবে এটাই তো সি'দ্ধান্ত হবে। তবে সাকিব আজ দেশে চলে এসেছে মানে ওকেই চূড়ান্ত করা হবে তা না।
'হতেও পারে, আবার না-ও 'হতে পারে। এটা আসলে আনুষ্ঠানিকভাবে বলা যায় না’। সাকিব বাদে তালিকায় আরও তিন জনের নাম আছে।