মেসি কি জিততে যাচ্ছেন আরো একটি মেজর শিরোপা? নাকি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে না খেলার সান্ত্বনা মেটাবে ইতালি? প্রশ্ন দুটির উত্তর পাওয়া যাব'ে আজ রাতেই। ফাইনালিজিমা'র লড়াইয়ে যেখানে মুখোমুখি হবে এই দুই দল।
২০২১ কো'পা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ২০২০ ইউরোর শিরোপাধারী ইতালি। এই দুই দলকে নিয়েই হবে ঐতিহাসিক ফাইনালিজিমা ম্যাচ। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ম্যাচটি আয়োজিত হবে।
বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনা ও ইতালির এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুন ২০২২ অর্থাৎ ১ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। এর আগে জেনে নিন যেসব টিভি চ্যানেলে দেখা যাব'ে আর্জেন্টিনা বনাম ইতালি ম্যাচ:
বাংলাদেশ, ভুটান, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাতে সনি পিকচারস স্পোর্টস নেটওয়ার্ক-এর মাধ্যমে সনি টেন ওয়ান এবং সনি টেন টু চ্যানেলে ম্যাচটি লাইভ দেখানো হবে।
এছাড়া প্রিমিয়াম গ্রাহকদের জন্য লাইভ স্ট্রিমটি সনি লাইভ-তে সাবস্ক্রা'ইব করে দেখা যাব'ে।