ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলেননি ভারতের তারকা পেসার জসপ্রীত বু মর'াহ। খেলছেন না টি-টোয়েন্টি সিরিজেও ৷ ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জসপ্রীত বু মর'াহ বিয়ে করতে চলেছেন। পাত্রী হচ্ছেন স্পোর্টস সঞ্চালিকা সাঞ্জনা গণেশন।
বু মর'াহ ও সাঞ্জনা বিয়ের খবরের মধ্যেই সাঞ্জানা ও বু মর'াহর একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ ভিডিওতে বু মর'াহর সাক্ষাতকার নিচ্ছিলেন সাঞ্জানা। আর এই ভিডিওতে সকলেই তাদের বিয়ে হওয়ার আগেই অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন৷
ভারতীয় গণমাধ্যমের দাবি, সাঞ্জনা আর জসপ্রীত বু মর'াহের বিয়ে গোয়াতে হবে৷ সাঞ্জনা আইপিএলের উপস্থাপনা করে নজরে আসেন৷ ২০১৯ বিশ্বকাপেও স্টার স্পোর্টসে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বভার সামলেছেন তিনি৷ এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাঞ্জানা মডেলিংও করছেন৷ ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেন তিনি৷
বু মর'াহর বিবাহ নিয়ে উত্তাল নেট দুনিয়া। দিন কয়েক আগে দক্ষিণের নায়িকা অনুপামা পরমেস্বরানের সাথে বিয়ের গু'ঞ্জন শোনা যাচ্ছিল জসপ্রীত বু মর'াহর। কিন্তু ওই গু'ঞ্জন একেবারেই ভুয়া বলে উড়িয়ে দেন অনুপমা'র মা সুনিতা। এবার ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্রিকেট শো সঞ্চালিকা সঞ্জনা গণেসানের স'ঙ্গেই বিয়ে 'হতে যাচ্ছে বু মর'াহর।