বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মাশরাফি অন্যতম। বর্তমানে খেলার পাশাপাশি তিনি রাজনীতিতেও সমানতালে এগিয়ে যাচ্ছেন।
নতুন খবর হচ্ছে, মাশরাফি ঠিক যখন থেকে নির্বাচনে এসেছেন তখন থেকেই কথাটা বার বারই বলে আসছেন,‘আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতি আমা'র পেশা নয়।।
মাশরাফির ভাষ্যে, ‘কেউ যদি আপনাদের বলে এটা মাশরাফী করেছে, মাশরাফী বলেছে সেটা করার আগে আমা'র সাথে সি'দ্ধান্ত নিবেন। কারণ আমি বিশ্বা'স করি আমা'র কাছে আসতে কোনো টিকিট কা'টার প্রয়োজন নেই, সিরিয়াল দেয়ার প্রয়োজন নেই, কোনোও অ্যাপয়েন্টমেন্টেরও দরকার নেই। আমা'র দরজা সব সময় খোলা।