চট্টগ্রাম টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাঞ্চের আগে বোলিং না করলেও লাঞ্চের পর নিজের প্রথম ৮ ওভারের ৫টিতেই মেডেন আ'দায় করে তাক লাগিয়ে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এখন পর্যন্ত ১০ ওভার বোলিং করে ৫টি মেডেনে ৯ রান খরচ করেছেন সাকিব। উইকে'টের দেখা না পেলেও লঙ্কান ব্যাটারদের বেশ চাপে রেখেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে আগে থেকেই আলাদা পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা।
মাঝে সাকিবের না খেলার আশঙ্কা তৈরি হওয়ায় তারা একপ্রকার খুশিই হয়েছিল। লঙ্কান অধিনায়ক সে কথা গো'পন করেননি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের বি'ষয়ে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, ‘যদি সে খেলতে না পারে, তবে সেটা আমা'দের জন্য সুবিধা 'হতো। তবে এই মুহূর্তে হঠাৎ করেই আমা'দের পরিকল্পনার পরিবর্তনের দরকার নেই।’