আজ ১৫ মে রোজ রবিবার ২০২২, দেখে নিন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আজ টাকা ও স্বর্ণের সর্বশেষ রেট।
সবসময় মনে রাখবেন টাকা ও স্বর্ণের রেট যেকোন সময় কমতে বা বাড়তে পারে।
আ মর'া একটি নির্দিষ্ট সময়ের রেট প্রকাশ করে থাকি।
স্বর্ণের রেট ১৫/০৫/২২
Gram K24 212.05 রিয়াল
Gram K22 194.38 রিয়াল
Gram K21 185.54 রিয়াল
Gram K18 159.04 রিয়াল
Gram K14 123.69 রিয়াল
Ounce 6,594.68 রিয়াল
Tola 24,730.65 রিয়াল
বাংলাদেশি টাকায় উপসাগরীয় দেশ কাতার রিয়ালের রেট আরও বেড়ে গেছে। আজ উরিদু মানিতে অর্থ পাঠালে সববেচয়ে ভালো রেট পাওয়া যাচ্ছে।
আজ ১৫ মে শনিবার বাংলাদেশের কোনো ব্যাংক একাউন্টে অর্থ পাঠালে কাতার রিয়ালের সবচেয়ে বেশি রেট ২৫.৮৯ টাকা পাওয়া যাব'ে আলমানা এক্সচেঞ্জে, আর ২৫.৭৬ টাকা পাওয়া যাব'ে মানিগ্রামে।
কাতার রিয়ালের রেট (১৫-০৫-২০২২)
সিটি এক্সচেঞ্জ: ২৫.৭৫ টাকা।
আল মিরকাব এক্সচেঞ্জ: আল মিরকাব অ্যাপ অথবা যেকোন অনলাইনে আল মিরকাব থেকে টাকা পাঠালে ২৫.৫০ টাকা।
আল মানা এক্সচেঞ্জ: বাংলাদেশি টাকায় কাতার রিয়ালের রেট ২৫.৮৯ টাকা।
মানিগ্রাম (ব্যাংক একউন্টে): ২৫.৮৯ টাকা। এই রেট পেতে হলে মোবাইলে উরিদু মানি অ্যাপ দিয়ে টাকা পাঠাতে হবে।
আলদার এক্সচেঞ্জ: ২৫.৬১ টাকা।
আল জামান এক্সচেঞ্জ: ২৫.১৫ টাকা। এই রেট পেতে হলে মোবাইলে উরিদু মানি অ্যাপ দিয়ে টাকা পাঠাতে হবে।
তবে আলজামান অ্যাপ বা সরাসরি আলজামান এক্সচেঞ্জ থেকে পাঠালে রেট পাওয়া যাব'ে ২৫.৭৭ টাকা।
গালফ এক্সচেঞ্জ: ২৫.৬৮ টাকা। এই রেট পেতে হলে মোবাইলে উরিদু মানি অ্যাপ দিয়ে টাকা পাঠাতে হবে।
এরাবিয়ান এক্সচেঞ্জ: ২৫.৬৫ টাকা। এই রেট পেতে হলে মোবাইলে উরিদু মানি অ্যাপ দিয়ে টাকা পাঠাতে হবে।
তবে মানিগ্রাম দিয়ে সরাসরি নামে নগদ তোলার জন্য অর্থ পাঠালে সেক্ষেত্রে প্রতি এক রিয়ালে পাওয়া যাব'ে ২৫.৪৯ টাকা।
মানিগ্রাম দিয়ে বিকাশ করলে পাবেন প্রতি রিয়ালে ২৫.৬৭ টাকা।
আর গালফ এক্সচেঞ্জ দিয়ে বাংলাদেশে বিকাশে অর্থ পাঠালে প্রতি এক রিয়ালে পাওয়া যাব'ে ২৫.৬০ টাকা।
এছাড়া কাতারের অন্যান্য এক্সচেঞ্জে একেক রকম রেট হয়ে থাকে।
সাধারণত নামে নগদ পাঠালে একাউন্টে পাঠানোর রেটের চেয়ে তুলনামূলক কম রেট পাওয়া যায়।
তবে উরিদু মানি অ্যাপ ব্যবহার করে মানিগ্রামের মাধ্যমে পাঠালে একইরকম রেট পাওয়া যায়।