আইপিএলে সময় যত এগোচ্ছে, ততই যেন লড়াইটা আরও হাড্ডহাড্ডি হচ্ছে। এমনই একটি হাড্ডহাড্ডি লড়াই শুক্রবার পঞ্জাব কিংসের বিরু্'দ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বে'ঙ্গালুরু।
সেই ম্যাচেই বে'ঙ্গালুরুর বিরু'দ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল পাঞ্জাব কিংস ব্যাটসম্যানরা। কিন্তু তাদের মধ্যেই বে'ঙ্গালুরুর হয়ে একমাত্র উজ্জ্বল নাম ওয়ানিন্দু হাসার'ঙ্গা।
পাঞ্জাব কিংস বিরাট রান করেছিল ঠিকই কিন্তু সেই পরিস্থিতিতে ওয়ানিন্দু হাসার'ঙ্গা বল হাতে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, তা কোনও ব্যাটসম্যানের থেকে কম নয় বলেই মনে করছেন শচিন তেন্ডুলকর।
শচিন তেন্ডুলকর বলেছেন, ‘তাঁর বোলিং দেখে আমি সত্যিই খুব খুশি। কারণ কঠিন পরিস্থিতিতে উইকেট তুলে দলকে সাহায্য করার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। হাসার'ঙ্গা এবং শাহবাজ দুজনকেই একস'ঙ্গে ব্যবহার করাটা আরসিবির খুবই সাহসী পদ'ক্ষেপ’।
তিনি আরও যোগ করেছেন, ‘হাসার'ঙ্গা প্রচুর উইকেট তুলে নিয়েছেন কারণ তিনি আ'ক্রমণাত্মক বোলিং করেন স্টাম্পকে লক্ষ্য করে। আর সেইজন্যই ব্যাটার তাঁর বল ছেড়ে দেওয়ার ঝুঁকি নেয় না এবং বলের সাইনে গিয়ে খেলারই চেষ্টা করেন। পঞ্জাব কিংস ২০৯ রান করেছিল, সেখানে মাত্র ১৫ রান দিয়েছিলেন ওয়ানিন্দু হাসার'ঙ্গা। আমা'র কাছে এই পারফরম্যান্সে কোনও ব্যাটসম্যানের ৪০ বলে সেঞ্চুরী করার সমতুল্য’।