কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এইচএম আবুবক্কর সিদ্দিকীর স'ঙ্গে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতারা কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা ও সমস্যা সমাধানের বিভিন্ন বি'ষয়ে আলোচনা করা হয়।
বিমানের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, এখন থেকে বাংলাদেশ বিমানে যাত্রীরা কুয়েত থেকে বাংলাদেশে যাওয়ার সময় নির্দিষ্ট চার্জ দিয়ে অতিরিক্ত লাগেজ নেওয়ার সুযোগ পাবেন।
এতে ১০ কেজি লাগেজের জন্য চার্জ দিতে হবে ২৫ দিনার এবং ২৩ কেজি লাগেজের জন্য চার্জ দিতে হবে ৪৫ দিনার।
এ সুযোগটির ফলে একদিকে যেমন প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে বাংলাদেশের রাজস্ব খাতে বিশেষ ভূমিকা রাখবে।
বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয় বন্ধে জোর দাবি জানান বিমানে যাতায়াতকারী কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা জানান,
শিডিউল বিপর্যয়ের কারণে দেশে বিমানবন্দরে নিতে আসা আ'ত্মীয়স্বজন থাকা-খাওয়ার দুর্ভোগে আর্থিক ক্ষ'তি হয়।
গন্তব্যে পৌঁছতে যাতায়াতে নানা ভোগান্তির শিকার 'হতে হয়।
প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের নেতৃত্বে সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সাংগঠনিক সম্পাদক হেবজু, আন্তর্জাতিক বি'ষয়ক সম্পাদক মো হা'ম্ম'দ সেলিম, বাংলাদেশ বিমানের কাউন্টার সুপারভাইজার মো হা'ম্ম'দ সালাহ উদ্দিন পলা'শ প্রমুখ।