সময় টা ভালো যাচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক কিং বিরাট কোহলির। দীর্ঘ দিন ধরে তার ব্যাটে কোন রানের দেখা মিলছে না। চলতি আইপিএলে একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও তিন তিন বার মেরেছেন গোল্ডেন ডাক।
সব কিছুই মিলেই যেন চলছে তার রানের খরা। এর জন্য সাবেক ক্যাপ্টেনকে শুনতে হচ্ছে নানা জনের মুখে নানা ধরনের কথা। এমনও শুনা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত একাদশ থেকে তাকে বাদ দেওয়ার কথা।
সতীর্থ থেকে অনেকেই আবার বিরাট কোহলিকে ফর্মে ফেরার নানা উপদেশ দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। গতবারের মতো এবারও সেভাবে রান না পাওয়ায় চারিদিকে সমালোচনার সম্মুখীন 'হতে হচ্ছে বিরাট কোহলিকে।
কোহলিকে রানে ফেরার বিশেষ পরা মর'্শ ভনের
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের মতে এই মুহূর্তে বিরাট কোহলির সবকিছু ভুলে যাওয়া উচিত। তার কথায়, “আমি আশা করব বিরাট কোহলির স'ঙ্গে ফ্যাফ ডু প্লেসিসও কথা বলেছে।
সেও নিশ্চয়ই বলেছে ১০ বছর আগে ফিরে যাও। যখন তোমা'র কেউ ছিলনা। তোমা'র বিয়ে হয়নি, স্ত্রী-পুত্র কেউ ছিলনা। তখন মাঠে নামতে, বল মা'রতে, খেলাটাকে উপভোগ করতে। ভুলে যাও তোমা'র বর্তমান সময়, ভুলে যাও তুমি কি করেছ।”
২০২২ আইপিএলে কোহলির মাত্র একটি হাফসেঞ্চুরি
চলতি আইপিএলে বিরাট কোহলির ব্যাট থেকে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে, যা স মর'্থকদের অনেকটাই 'হতাশ করেছে। এছাড়াও তিনবার গোল্ডেন ডাকের শিকার হয়েছেন।
নতুন বল মোকাবিলা করতে বারবার অসুবিধায় পড়তে হয়েছে তাকে। বিরাট কোহলি এখনও পর্যন্ত ১৩ আইপিল ম্যাচে ১৯.৬৭ গড়ে ২৩৬ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৫৮ রান।
ভনের মতে কোহলি ৩৫ রান করলেই বড় রানে ফিরবে
মাইকেল ভন মনে করেন, বিরাট কোহলি যদি ৩০-৩৫ রান পেয়ে যান তাহলেই বড় রান করতে সক্ষম হবেন। ভন বলেছেন, “সে ৩৫ রান করলেই আমা'র বিশ্বা'স ও বড় স্কোর করতে পারবে। প্রথম ১০টি বল খেলতে অসুবিধা হচ্ছে ওর। নিজের মধ্যে তরুণ বিরাট কোহলিকে ফিরে পেতে হবে। সেটা করতে পারলেই ও ভ'য়'ঙ্কর হয়ে উঠবে।