এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বর্তমানে আর দুটো ম্যাচ বাকি। তাদের প্লে অফের টিকিট পেতে গেলে গ্রুপ পর্যায়ের বাকি দুটি ম্যাচেই জয় পাওয়া জরুরি৷
আর এই সময়ই বড়সড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স শিবির৷ চোটের কারণে এবারের মতো আইপিএল থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স৷
তার চোটের কারণে কো মর'ের নীচে চিকিৎসা করাতে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার৷ ফলে কামিন্সকে বাদ দিয়েই আইপিএল-এর বাকি ম্যাচগু'লির পরিকল্পনা সারতে হবে কেকেআর শিবিরকে৷
শুধু বোলিং নয়, তাঁর ব্যাট হাতও এবারের আইপিএল-এ কেকেআর শিবিরকে ভরসা দিয়েছিল৷ মুম্বাইকে হারিয়ে প্লে অফের লড়াইতে টিকেছিল কেকেআর৷ কিন্তু কামিন্সকে বাদ দিয়ে এখন উমেশ যাদব, টিম সাউদিদের উপরই ভরসা করতে হবে নাইট শিবিরকে৷ কিন্তু এদিকে উমেশও চোটের কারণে দলের বাইরে।
প্লে অফে উঠলেও কামিন্সকে যে কেকেআর পাবে না, তা নিশ্চিত৷ আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর৷ এবারের আইপিএলে কেকেআর-এর হয়ে পাঁচটি ম্যাচে মাঠে নামেন কামিন্স৷ মোট সাত উইকেট তুলে নেন তিনি৷ এর মধ্যে শেষ মুম্বাই ম্যাচে ২২ রানে ৩ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নেন তিনি৷