এবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছক্কা হাঁকাতে চলেছেন ম হে'ন্দ্র সিং ধোনি । নায়ক নয় বরং প্রযোজক হিসেবে একটি ছবি তৈরি করতে চলেছেন ধোনি। ইতিমধ্যেই এই ছবির নায়িকা হিসেবে নয়নতারাকে সই করিয়ে ফেলেছেন তিনি।
এমনকি সুত্রে এটাও জানা গেছে যে KGF pushpa মুভিকেও টক্কর দিতে পারে এই সুপারহিট সিনেমাটি। খবর অনুযায়ী, আইপিএল শেষ হলে আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করবেন এম এস ধোনি।
এর আগে খবরে ছিল ‘অথর্ব’ নামের একটি ওয়েব সিরিজে নামভূমিকায় দেখা যাব'ে ধোনিকে। এই সিরিজে ‘ক্যাপ্টেন কুল’কে দেখা যাব'ে সুপারহিরোর চরিত্রে।
হাতে অ'স্ত্র, লম্বা চুল, মেদবিহীন চাবুক চেহারা। র'ক্তাক্ত লড়াইয়ে মত্ত ম হে'ন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ধোনির সুপারহিরো লুক।
জানা গিয়েছে, গ্রাফিক নভেলের এই কাল্পনিক জগৎ তৈরি করতে কয়েক বছর সময় নিয়েছিলেন গ্রাফিক্স টিম। উপন্যাসটিতে ১৫০ টিরও বেশি চরিত্র রয়েছে। এই গ্রাফিক নভেলের ফার্স্ট লুক শেয়ার করে ধোনি বলেছেন যে তিনি এই প্রোজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত।
ধোনির কথায়, ”ভারতের প্রথম প্রাচীন সুপারহিরোকে সমসাময়িকভাবে তুলে ধ’রার চেষ্টা করেছেন লেখক। আশা করি সবার পছন্দ হবে।” ধোনিকে নতুন অবতারে দেখে একেবারে আপ্লুত তাঁর অনুরাগীরা।
এই ওয়েব সিরিজ ছাড়াও এবার ধোনি ফিচারফিল্ম তৈরিতে টাকা ঢালছেন। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ধোনি নাকি বেশ কিছু বলিউড ছবিতেও প্রযোজনা করার পরিকল্পনা করেছেন।