আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসরের ঘোষণা করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের প্রাক্তন অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স।
তাই তাকে আইপিএল রিটেশন প্রক্রিয়াতেও রাখেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালুরু।কিন্তু তিনি আবারও আরসিবিতে ফিরার প্রত্যাশ জানালেন। ব্যা'ঙ্গালুরুতে তিনি খেলয়াড় হিসেবে না আসলেও নতুন রুপে দেখা যাব'ে তাকে।
আইপিএল ২০২১ এর পরেই তিনি সি'দ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর এই লিগে ক্রিকেটার হিসাবে খেলবেন না।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালুরুতে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স। ই'ঙ্গিতটা এসেছে খোদ বিরাট কোহলির কাছ থেকে। সম্প্রতি বে'ঙ্গালুরুর এক ভিডিওতে এই কথা বলেছেন কোহলি, এরপর থেকেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা।
কোহলি আশা করছেন, আগামী মৌসুমেই আবার আরসিবির জার্সিতে দেখা যাব'ে প্রোটিয়া তারকাকে। বে'ঙ্গালুরুর সেই ভিডিওতে অনেক বি'ষয় নিয়েই কথা বলেছেন কোহলি।
ডি ভিলিয়ার্সের প্রস'ঙ্গ আসতেই সাবেক বে'ঙ্গালুরু অধিনায়ক বললেন, ‘আমি তার শূন্যতাবোধ বেশ অনুভব করি। নিয়মিত ওর স'ঙ্গে কথা হয়। আমাকে প্রায়ই খুদেবার্তা পাঠায়।’
বর্তমানে পরিবার ও বন্ধুদের স'ঙ্গে ডি ভিলিয়ার্স অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে গলফ প্রতিযোগিতা উপভোগ করছেন সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। সে খবর মিলল কোহলি থেকেই।
এরপর সাবেক ভারতীয় অধিনায়ক জানালেন ডি ভিলিয়ার্সকে ফের বে'ঙ্গালুরুতে দেখার আশাবাদ। বললেন, ‘আ মর'া প্রত্যেকেই ওর স'ঙ্গে যোগাযোগ রাখি।
এবি নিজেও আরসিবির প্রতিটা খেলা খুব মন দিয়ে দেখছে। আশা করছি, আগামী মৌসুমে নতুন কোনো ভূমিকায় ওকে দেখা যাব'ে।’
চলতি বছরের আইপিএলের ঠিক আগেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ডি ভিলিয়ার্স। ফলে আইপিএলের ১৪তম আসরে তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালোরের হয়ে খেলতে দেখা যায়নি।
তবে তার ‘ফেরার’ কথা জনসম্মুখে বলে একটু পরই বি'ষয়টা হালকা করার চেষ্টা করেন সাবেক আরসিবি অধিনায়ক। বলেন, ‘আমি কি বড় রহস্য ফাঁ'স করে ফেললাম?’
তবে তিনি যতই বি'ষয়টা হালকা করার চেষ্টা করুন, ততক্ষণে গু'ঞ্জনের আগু'নে ঘি পড়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের ধারণা, ডি ভিলিয়ার্সকে ফেরানোর তোড়জোড় নতুন করে শুরু করে দিয়েছে বে'ঙ্গালুরু।