আইপিএলের মঞ্চে নিজের টি-২০ কেরিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি করলেন অশ্বিন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন অশ্বিন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এটিই তাঁর টি-২০ কেরিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি।
প্রথম শ্রেণীর ক্রিকে'টে ৭টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি করেছেন অশ্বিন। তবে আ'ক্ষেপ ছিল একটিই, টি-২০ ফর্ম্যাটে কোনও অর্ধশতরান ছিল না টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের। সেই আ'ক্ষেপটা মিটিয়ে নিলেন শেষ মেস।
অশ্বিন হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে হাঁফ ছেড়ে বাঁচেন প্রীতি অশ্বিন। গ্যালারিতে অশ্বিন ঘরণীর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল বুঝি উৎকণ্ঠার দম আট'কে ছিল তাঁর।
১৩.৬ ওভারে চেতন সাকারিয়ার বলে এক রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্যাট উঁচিয়ে যখন দর্শকদের অ'ভিবাদন স্বীকার করছিলেন তিনি, ঠিক সেই সময় গ্যালারিতে অশ্বিনের স্ত্রী প্রীতিকে দেখা যায় বুকে হাত দিয়ে দম ফেলতে। স'ঙ্গত কারণেই স্বামীর সাফল্যে অত্যন্ত খুশি দেখাচ্ছিল প্রীতিকে।