আবার নতুন বিপদ সংকেত মুস্তাফিজ এর দিল্লি ক্যাপিটালস। আবার ১৫ তম আইপিএলের এক মাত্র দিল্লি দলের করো'নায় আ'ক্রা'ন্ত হয়ে কয়েক জন তারকা।দলের পৃথ্বী করো'না আ'ক্রা'ন্ত নন
৫৮ তম ওভারে রাজস্থানের বিরু'দ্ধে জয়ের পর দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে জিজ্ঞেস করা হয় পৃথ্বীর শারীরিক অবস্থার বি'ষয়ে।পন্থ বলেন, “আ মর'া পৃথ্বীর অভাব অনুভব করছি, কিন্তু কিছু করার নেই আমা'দের।
চিকিৎসকরা আমাকে জানিয়েছেন ওর টাইফয়েড বা ওই জাতীয় কোনও রোগ হয়েছে।”দুর্দান্ত ব্যাটিং ঝড়ে রাজস্থান রয়্যালসকে ৮ উইকে'টে হারিয়ে দিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে মুস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস।
কিন্তু এই ম্যাচেও খেলতে পারেননি পৃথ্বী শ। কিছু দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়েছিলেন ভারতীয় ওপেনার। সেই সময় জানিয়েছিলেন তাঁর জ্বর রয়েছে। সেই সময় দিল্লি দলের এক নেট বোলার করো'না আ'ক্রা'ন্ত ছিলেন।
তবে পৃথ্বী করো'না আ'ক্রা'ন্ত নন। রাজস্থানের বিরু'দ্ধে জয়ের পর দিল্লি অধিনায়ক ঋষভ পন্থকে জিজ্ঞেস করা হয় পৃথ্বীর শারীরিক অবস্থার বি'ষয়ে। পন্থ বলেন, “আ মর'া পৃথ্বীর অভাব অনুভব করছি, কিন্তু কিছু করার নেই আমা'দের।
চিকিৎসকরা আমাকে জানিয়েছেন ওর টাইফয়েড বা ওই জাতীয় কোনও রোগ হয়েছে।”লখনউ সুপার জায়ান্টসের বিরু'দ্ধে ১ মে শেষ বার খেলতে দেখা গিয়েছিল পৃথ্বীকে। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ন’টি ম্যাচ খেলেছেন
করেছেন ২৫৯ রান। ২৮.৭৮ গড় রয়েছে তাঁর। অর্ধশতরান করেছেন দু’টি। তিনি না থাকলেও দিল্লির অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ম্যাচও জেতাচ্ছেন।