কলকাতার হয়ে বেশ কয়েক আসর ধরে টানা খেলছেন প্যাট কামিন্স। এই সময়ে ধারবাহিকভাবে পারফর্ম করেছেন তিনি। কিন্তু দল হিসেবে বড় কোনো সাফল্য পায়নি কলকাতা। দলকে এখনও তার অনেক কিছু দেয়ার বাকি আছে বলে মনে করেন এই অজি পেসার।
আইপিএলের গত আসরের প্রথম পর্বে খেলেছিলেন কামিন্স। এরপর আরব আমিরাত পর্বে ব্যাক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নেন এই পেসার। যে কারণে আরব আমিরাত পর্বে তার সার্ভিস পায়নি কলকাতা। গত আসরে ভালো পারফর্ম করলেও এবারের আসরের আগে অনুষ্ঠিত মেগা নিলামে কামিন্সকে ধরে রাখেনি কলকাতা। তাই এবারের আসরে যেকোনো দলের হয়েই খেলার সম্ভাবনা জেগেছিল এই পেসার। তবে নিলাম থেকে আবারও দলে নেয় কলকাতা।
নিজের পুরোনো দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই অজি তারকা। কামিন্স বলেন, ‘এটা আমা'র পঞ্চম আসর। আমি মনে করি যে, এখনও (কলকাতাকে) আমা'র অনেক কিছু দেয়ার বাকি আছে কারণ আমি গত মৌসুমের মাঝপথে চলে গিয়েছিলাম এবং দ্বিতীয় পর্বে খেলতে পারিনি।’ মেগা নিলামের আগে মাত্র চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগু'লোর। তাই এবারেরা সরে প্রায় সব দলেই বড়-সড় পরিবর্ত্ন এসেছে।
তবে কলকাতায় বেশ কিছু পুরোনো সতীর্থ এবং কোচিং স্টাফকে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন কামিন্স। তিনি বলেন, ‘আপনি (দলের স'ঙ্গে) ভালো সম্পর্ক গড়ে তুলবেন, এরপর দেখবেন মেগা নিলাম চলে আসবে। একই দলে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত। আগের অনেক ক্রিকেটার এবং কোচিং স্টাফও আছেন, তাদের পেয়ে আমি খুশি