গতকাল নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে আইপিএলের ৫৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। কিন্তু সেদিন দলের প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়েই প্রথম একাদশ বেছে নিয়েছে সিএসকে।
এবারের আইপিএলে জাদেজা সেভাবে ছন্দে নেই। ১০ ম্যাচে ১১৬ রান করে এখনও পর্যন্ত মাত্র ৫ উইকেট নিয়েছেন তিনি। চলতি আইপিএল শুরুর দুইদিন আগেই ধোনি জানিয়ে দেন যে, তিনি আর ‘ইয়েলো আর্মি’কে নেতৃত্ব দেবেন না।
জাদেজাকেই গু'রুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছেন জাদেজা। ক্রমাগত হারের পর রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। জাদেজা ফের ধোনিকে নেতৃত্বের ব্যাটন তুলে দেন। বর্তমানে ১১ ম্যাচে মাত্র ৪টি জয়ের সৌজন্যে চেন্নাই এখন লিগ তালিকায় ৮ নম্বরে। তাদের সংগ্রহে মাত্র ৮ পয়েন্ট। চেন্নাই কার্যত আইপিএল থেকে ছিটকে গিয়েছে।
কিন্তু গতকাল জাদেজাকে দলে না দেখে ফ্যানরা চমকেছেন। এখন প্রশ্ন জাদেজা কি বাদ পড়লেন না বিশ্রামে গেলেন? টসের সময় ধোনি বলেন-“জাড্ডু ফিট নয়। দুবে ওর জায়গায় খেলছে।” তবে চেন্নাই ক্যাপ্টেন জাদেজার ফিটনেস ইস্যু নিয়ে আর কোনও মন্তব্য করেননি।
আইপিএলের মাঝ পথে অধিনায়কত্বে বদল নিয়ে চেন্নাই বিবৃতি দিয়েছিল। সেখানে লেখা হয়- “রবীন্দ্র জাদেজা অধিনায়কত্ব ছেড়ে নিজের খেলায় আরও বেশি করে ফোকাস করতে চেয়েছে। জাদেজা এমএস ধোনিকে অনুরোধ করেছে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং ধোনি জাদেজার কথা ভেবে ও বৃ'হত্তর স্বার্থের কথা মাথায় রেখে ফের একবার নেতৃত্ব দেবে সিএসকে-কে।”