ঘরোয়া ক্রিকে'টে সুযোগ পেলেই মাঠে নেমে যান মো হা'ম্ম'দ মিঠুন। জাতীয় দলে থাকাকালে ঘরোয়া ক্রিকে'টের ম্যাচ মিস করার রেকর্ড নেই তার। জাতীয় দলে জায়গা হারিয়েছেন। পুরোনো জায়গায় ফিরতে মর'িয়া হয়ে থাকা এ ক্রিকেটার ঘরোয়া ক্রিকে'টে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। তাতে মিলেছে বিসিবি একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সুযোগ।
দুই দিনের যে ম্যাচটি বিকেএসপিতে শুরু হবে ম'ঙ্গলবার। শুধু মিঠুনই নন, রান বন্যায় ভাসিয়ে ফেলা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন বিসিবি একাদশের হয়ে। মোসাদ্দেকের মূল স্কোয়াডেও জায়গা হয়েছে। তাকে প্রস্তুতি ম্যাচে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। এজন্য রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচে। নিজেদের মেলে ধ’রার বড় সুযোগ পেয়েছেন এ ক্রিকেটাররা। সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে তারা।
নেতৃত্ব পাওয়া মিঠুন বললেন, ‘বিসিএল আমা'র ভালো গিয়েছিল। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেছিলাম। ঢাকা লিগ মোটামুটি গিয়েছে। রানে আছি। এখানে পাওয়া সুযোগটিও বড়। আমি দলের স'ঙ্গে দক্ষিণ আফ্রিকাতেও ছিলাম। অনুশীলন করেছি। ভালো শেপে আছি। আশা করছি এখানে নিজেকে আবার মেলে ধরতে পারব।
জাতীয় লিগে ৬ ম্যাচে ১৫৮ রান করা মিঠুন বাংলাদেশ ক্রিকেট লিগে ৪ ম্যাচে ৪৬৮ রান করেছিলেন। এছাড়া ঢাকা লিগে ১১ ম্যাচে করেছেন ৩২৭ রান।
অতি সহজ ভাবনায় মোসাদ্দেক নামছেন দুই দিনের প্রস্তুতি ম্যাচে, ‘মাঠে নামব, পারফর্ম করব। আমা'র প্রমাণ করার কিছু নেই। প্রতিযোগিতামূলক সবগু'লো ম্যাচেই ভালো খেলেছি। সামনেও আমা'র একই লক্ষ্য থাকবে।’
মোসাদ্দেক বিসিএল ওয়ানডে ফরম্যাটে হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। ব্যাটিংয়ে ৪ ইনিংসে ১৪৮ রান ও বোলিংয়ে পেয়েছিলেন ৬ উইকেট।
সবশেষ ঢাকা লিগে ১১৩৮ রান করা এনামুল ডাক পাবেন তা প্রত্যাশিত ছিল। গণমাধ্যম থেকে নিজেকে আড়াল করে রাখা এ ওপেনারের জন্য এটা বড় সুযোগ বলার অ'পেক্ষা রাখে না। ঢাকা লিগ চলাকালে এনামুল বলেছিলেন, ‘আমি যেখানেই খেলি আমা'র একটাই লক্ষ্য রান করা। নিজের কাজটা আমি করে যাব'।’
বিসিবি একাদশ: মো হা'ম্ম'দ মিঠুন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, মো হা'ম্ম'দ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মো হা'ম্ম'দ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।