আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচে ক'ঙ্গোর বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ব্যারিস্টার সুমনসহ বাংলাদেশের আইনজীবীদের ফুটবল টিম।
গতকাল রবিবার ৮ মে বাংলাদেশ সময় রাত ১২টায় মর'ক্কোর ইউসেফ বিন আলী স্টেডিয়ামে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচের 'হতাশা ঝেড়ে ফেলার সুযোগ থাকছে আজ।
বাংলদেশ সময় রাত সাড়ে ৯টায় বিশ্ব ফুটবলের সুপরিচিত দেশ ব্রাজিলের আইনজীবী দলের মুখোমুখি হবেন ব্যারিস্টার সুমনরা।
এ বি'ষয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘আ মর'া প্রথম ম্যাচে ক'ঙ্গোর কাছে হেরেছি। তবে ফল সবসময় পুরো ইতিহাস লেখে না। একটু এদিক-ওদিক হলে ৩-৩ ড্র অথবা ৩-২ গোলে জিততে পারতাম।
ওপেন নেট এবং ওয়ান টু ওয়ান চান্স মিস হয়ে গেছে। অনেক প্রতিকূলতার পরও প্রথমবারের মতো বিশ্ব আসরে নেমে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে খুশি আ মর'া।’
এদিকে বাংলাদেশ আইনজীবী দলের অধিনায়ক সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের আইন কর্মকর্তা জিল্লুর রহমান লাজুক।
সহ-অধিনায়ক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক। দলের কোচ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও ম্যানেজার ফরহাদ হোসেন নিয়ন।
এ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন বর্তমান সিনিয়র সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অ্যাডভোকেট বিপু, ইয়াসিন, আশরাফ, হান্নান, নাজমুল, মনির, আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ, অ্যাডভোকেট টিপু, বাবু, স্বপন।
এদিকে গত ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পরপর আইনজীবীদের এই বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ৭ মে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।