আজ থেকে ঠিক ৩ বছর আগে ইতালিতে বসেছিল বিরাট-অনুষ্কার রাজকীয় বিয়ের আসর। পুরো বি'ষয়টাই গো'পন রেখে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সেরেছিলেন বিবাহ অনুষ্ঠান।
বর্তমান মানুষ নতুন তথ্য পেতে গু'গল এর সাহায্য নিয়ে থাকে। আর এই গু'গলি এমন এক তথ্য দিয়েছে যে গু'গলে আফগান অলরাউন্ডার র'শিদ খানের স্ত্রীর নাম জানতে চাওয়া হলে বিরাট পত্নী অনুশকা শর্মা'র নাম চলে আসে।
বর্তমানে র'শিদ খানের স্ত্রীর নাম খুঁজতে গু'গলে ইংরেজিতে ‘Rashid Khan wife’ লিখলে তার ফলাফল হিসেবে আসছে ‘Anushka Sharma’ নাম।
অবশ্য র'শিদের নামের স'ঙ্গে একটি ‘এস’ জুড়ে দিলে অর্থাৎ ‘Rashid Khan’s wife’ লিখলে ‘Soma Khan’ দেখানো হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, র'শিদ এখনো বিয়েই করেননি!
এই বিভ্রাটের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একটি চ্যাট সেশনে প্রিয় বলিউড অ'ভিনেত্রীর নাম বলতে গিয়ে আনুশকা শর্মা এবং প্রীতি জিনতার কথা বলেছিলেন র'শিদ খান।
সেদিনের পর থেকেই ‘র'শিদের প্রিয় অ'ভিনেত্রী আনুশকা’ শিরো'নামে ইন্টারনেট দুনিয়া ভরে যায়। গু'গলের ফিল্টারে বি'ষয়টি এতবার লেখা হয়েছে যে, এখন র'শিদের স্ত্রীর নাম খুঁজতে গেলেই আসছে আনুশকার নাম।
গত জুলাইয়ে র'শিদ খান বলেছিলেন, আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তবেই তিনি বিয়ে করবেন। তবে এর আগেই তার সহধ'র্মিণীর নাম হিসেবে অন্য ক্রিকেটারের স্ত্রীকে দেখাচ্ছে গু'গল। এরই মধ্যে বি'ষয়টি নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়।