শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে গতকাল রাতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানেই প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে অনুশীলন করবে টাইগাররা।
নিজেদের থেকে ঘরের মাঠে বাংলাদেশ এগিয়ে থাকলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে চায় টাইগাররা এমনটাই জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গতকাল চট্টগ্রাম যাওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, “আমি জেতা হারায় যেতে চাই না। আমি চাই আ মর'া যেন ভালো ক্রিকেট খেলি। আমা'দের যে পরিকল্পনা সেটা যেন ধরে রাখতে পারি। আমা'দের শুরুটা ভালো করতে হবে।
অনুশীলনটা ভালো করতে হবে। আমা'র মনে হয় দক্ষতায় আমা'দের কোনো সমস্যা নেই।” “আমা'দের শুরুটা ভালো করতে হবে। অনুশীলনটা ভালো করতে হবে। আমা'র মনে হয় দক্ষতায় আমা'দের কোনো সমস্যা নেই।
আমা'দের মানসিকতাটা গু'রুত্বপূর্ণ। আমা'দের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমা'র বিশ্বা'স এসব আ মর'া ভালো করতে পারব।” “আমা'দের মানসিকতাটা গু'রুত্বপূর্ণ।
আমা'দের পাঁচ দিন ভালো করতে হবে। জুটি ভালো গড়তে হবে। আমা'র বিশ্বা'স এসব আ মর'া ভালো করতে পারব”। ইতিমধ্যেই এই সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা। আগামী ১০ এবং ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ মে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।