শ্রীলংকাথেকে বিমানে ওঠার আগে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন,“বাংলাদেশ খুবই শক্তিশালী দল। যদি ওদের হালকাভাবে নেন, তাহলে সেটা বোকামি হবে। ওদের হারাতে হলে আমা'দের সেরা খেলাটাই খেলতে হবে।
আমা'দের খুব ভালো পারফরম্যান্স করতে হবে। আমা'দের সেই স্কিল ও মেধা আছে, এখন ভালো পরিকল্পনা করে সেখানে গিয়ে সেসবের বাস্তবায়ন করতে হবে।”এরপর ২৩ মে ঢাকায় শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ।
তবে টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন শ্রীলংকার অ'ভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ দুপুরে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১০ এবং ১১ মেয বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে শেষে চট্টগ্রামে ১৫ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।
তবে বাংলাদেশকে সহজেই ছাড় দিতে নারাজ তিনি। এই সিরিজে নিজেদের সেরাটা দিয়ে খেলবে বলে জানিয়েছেন লঙ্কান এই অ'ভিজ্ঞ ক্রিকেটার।“আমি আশা করছি, সেটা আ মর'া করতেও পারব।
আমা'দের দলটা ভালো। আশা করি, আ মর'া বাংলাদেশকে ঘরের মাঠে হারাতে পারব। ওরা ঘরের মাঠে অনেক ভালো দল। নিজেদের মাঠে ওরা বড় বড় দলকে হারিয়েছে। আগেও যেমন বলেছি, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে ওখানে গিয়ে।”