গত ম্যাচে একাদশে জায়গা পাওয়া নরকিয়া বেধড়ক মা'র খেয়েছেন। তারপর আফসোস করেছেন রিকি পন্টিং। সে বলেছে মুস্তাফিজ কে চেন্জ করা ঠিক হয়নি। আগের ম্যাচ গু'লোতে মুস্তাফিজ একাধিক ড়ডবল খেলিয়েছেন।
সেই তুলোনাই আমি মনে করি মুস্তাফিজ দলের জন্য পারফেটছিল।কাল রাত ৮ টায় টস হেরে বোলিং করার সি'দ্ধান্ত নেয় দিল্লি। কিন্তু বল হাতে ভালো করতে পারেনি দল।
চেন্নাই ডেভন কনওয়ের ৪৯ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৮৭ রানের ইনিংসে ভর করে ৬ উইকে'টে ২০৮ রান তোলে। অন্যদিকে ঋতুরাজ গাইকোয়াড ৩৩ বলে ৪১, শিভাম দুবে ১৯ বলে ৩২ ও এমএস ধোনি ৮ বলে ২১ রান করেন।
দিল্লির বোলার শার্দুল ঠাকুর ৩ ওভারে ৩৮, খলিল আহমেদ ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট ও এনরিক নরকিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট। গু'রুত্বপূর্ণ তিন উইকেট পেলেও দিল্লী দলের অন্যতম তারকা ফিজের জায়গায় খেলা নরকিয়া ছিলেন খরুচে।
দশের ওপর রান দিয়েছেন ওভার প্রতি। এছাড়া কুলদীপ যাদব ৩ ওভারে ৪৩ রান খান। মিশেল মা'র্শ ৩ ওভারে ৩৪ রান দিয়ে নেন এক উইকেট।বড় রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয় দিল্লি।
ডেভিড ওয়ার্নার ১৯, মিশেল মা'র্শ ২৫, ঋষভ পান্ত ২১ রান করে ফিরে যান। তারা সেট হয়ে আউট হওয়ায় ল'জ্জার হার নিয়ে মাঠ ছাড়ে দিল্লি। চেন্নাইয়ের হয়ে মঈন আলী ৪ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো ও সিমা'রজিৎ সিং দুটি করে উইকেট নেন।