চেন্নাই সুপার কিংসের হয়ে ডেভন কনওয়ের সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয় তিনি কত ভালো ব্যাটার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৯১ রানে জয় পায় চেন্নাই। এ ম্যাচে নিউজল্যান্ড তারকার ব্যাটেই বড় জয় নিশ্চিত করেন ধোনি-জাদেজারা।
চলমান আইপিএল মৌসুমে ফাফ ডু প্লেসির পরিবর্তে চেন্নাই দলে আসেন কনওয়ে। যদিও দলের বাজে শুরুর বেশ কয়েকটি ম্যাচে ছিলেন না তিনি। মাঝে তিনি আইপিএল থেকে ছুটি নিয়ে বিয়ে সেরে আসেন।
তবে বিয়ে থেকে ফিরেই চমক দেখান এই তারকা ব্যাটার। দলের হয়ে টানা তিন ম্যাচে পেয়েছেন ফিফটির দেখা। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৫৫ বলে ৮৫, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালুরুর বিপক্ষে ৩৭ বলে ৫৬ ও দিল্লির বিপক্ষে ৪৯ বলে ৮৭ রানের ক্যামিও ইনিংস খেলেন।
কনওয়ের এমন ইনিংসগু'লোর পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ মঈন আলী। পাশাপাশি কিছুটা রসিকতা করেই তিনি জানান, বিয়ে করেই ভালো খেলছে কনওয়ে।
চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে মঈন বলেন, ‘হ্যাঁ, বিয়েতে তার কাজ হয়েছে এবং তিনি তারপর থেকেই খুব ভালো করছেন। দেখেন তিনি এখন প্রচুর রান করছেন। তিনি দলের রান সংগ্রাহক এবং সে ও রুতু (রুতুরাজ গায়কোয়াড়) যেভাবে জুটি গড়ছেন এটা আমা'দের দরকার ছিল।’