মাঝেমধ্যেই খোলামেলা মন্তব্য করে বিতর্ক ও সমালোচনায় আসেন সাবেক পাক পেসার ও গতিতারকা শোয়েব আখতার। এবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানিয়ে দিলেন, তাঁর বোলিংয়ের সামনে কোহলি মোটেই রান করতে পারতেন না।
ভয়'ঙ্কর পেস এবং সেই স'ঙ্গে গোড়ালি লক্ষ্য করে ইয়র্কার- শোয়েবের বোলিংয়ের মূল অ'স্ত্র ছিল। নিজের সময়ে বিশ্বের প্রায় সমস্ত ব্যাটসম্যানদেরই অস্বস্তিতে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকে'টে শচীনের স'ঙ্গে ডুয়েলে ম্যাচে বাড়তি আকর্ষণ একেছেন এই সর্বকালের সর্বোচ্চ গতিসম্পন্ন বোলার। তবে কোহলিকে কখনও বল করার সুযোগ না হলেও শোয়েবের বক্তব্য, তাঁর বোলিংয়ে মোটেই রান করতে পারতেন না বিরাট কোহলি।
সম্প্রতি ক্রিকেট বি'ষয়ক এক আলোচনায় জানিয়ে দেন, কোহলিকে বল করার সুযোগ পেলে মোটেই সহজে রান করতে দিতেন না ভারতের রান কোহলিকে। শোয়েব বলেন, “কোহলির বিরু'দ্ধে আমি বলি করলে ও এতো রান করতেই পারত না। ও যে রান করত, সেটাও অবশ্য সম্ভ্রম আ'দায় করার মত বি'ষয় 'হত। তবে ওকে রানের জন্য আরও পরিশ্রম করতে 'হত। ও হয়ত ৫০ টি সেঞ্চুরির মালিক 'হতে পারত না।
খুব বেশি হলে ওর নামের পাশে ২০-২৫ সেঞ্চুরি লেখা থাকত। আর সেই শতরান অবশ্যই সাহসী শতরান হয়ে থাকত। অবশ্যই কোহলির বিরু'দ্ধে লড়াইয়ে আমিই জিততাম।” উল্লেখ্য, কোহলি এবং শোয়েব আখতার আন্তর্জাতিক ম্যাচে একবারই মুখোমুখি হয়েছিলেন। তবে ২০১০-এ ডাম্বুলায় আখতারের বলের মোকাবিলা করার আগেই কোহলিকে আউট করে দেন সাঈদ আজমল।
পাকিস্তানের হয়ে শোয়েব আখতার ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫টি টি২০ খেলেছেন শোয়েব আখতার। অন্যদিকে, কোহলি এখনও পর্যন্ত ১০১ টেস্ট, ২৬০ ওয়ানডে এবং ৯৭টি টি২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
খে না।