বার্সালোনাতে লিওনেল মেসির ছিল একক আধিপত্য। পেনাল্টি কিংবা ফ্রিকিক সবকিছুতেই প্রথম নামটি আসত লিওনেল মেসির। যদি তিনি কখনও কাউকে দান করতেন সেটা ছিল ভিন্ন কথা।
কিন্তু পিএসজিতে সেই সুযোগ নেই। সেখানে নেইমা'র এবং এমবাপ্পের অগ্রাধিকার মেসির চেয়েও বেশি।
এমনিতেই তো পিএসজিতে যাওয়ার পরই হারিয়েছেন নাম্বার টেন জার্সি। এখন সেখানে পেনাল্টিগু'লোও নিচ্ছে অন্যরা। নেইমা'র এবং এমবাপ্পে মিলে মিশেই নিচ্ছেন পেনাল্টি। গতরাতের ম্যাচেও পিএসজির পাওয়া পেনাল্টি নিলেন নেইমা'র জুনিয়র।
লিগ ওয়ানে চলতি মৌসুমে মেসির সময়টা ভালো যাচ্ছে না। পিএসজি লিগ শিরোপা জিতলেও মেসির গোল মাত্র ৪টি। তবে গোলের চেয়ে গোলপোস্টে প্রতি'হত হওয়ার সংখ্যাটি লিওনেল মেসির দ্বিগু'নেরও বেশি।
ম্যাচের ২৪ মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পের কল্যানে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে পিএসজির দ্বিগু'ন করেছিলেন নেইমা'র। যদিও পরে ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
এই ম্যাচে নেইমা'রের দুটি গোল বাতিল করা হয়। লিওনেল মেসিরও দুটি শট বারপোস্টে প্রতি'হত হয়।