টানা দ্বিতীয় ম্যাচের মতো দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ে গেলেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ান চেন্নাই
সুপার কিংসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে বোলিং করার সি'দ্ধান্ত নিয়েছে দিল্লির অধিনায়ক রিশাব পান্ত।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট কিপার), ডোয়াইন ব্রাভো, মহেশ থিকশানা, সিমা'রজিৎ সিং, মুকেশ চৌধুরী।
দিল্লি ক্যাপিটালস: ডেভিড ওয়ার্নার, কে এস ভারত মিচেল মা'র্শ, ঋষভ পান্ত (ক্যাপ্টেন উইকেট কিপার), রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, রিপাল , শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিচ নর্তজে, খলিল আহমেদ।