ঢাকা: রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জরুরি বৈঠক ডেকেছেন নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের স'ঙ্গে আলোচনা করেছেন বিসিবি প্রধান।
যেখানে বৈঠক হয়েছে সেখানে আগে থেকেই অবস্থান করছেন হেড কোচ রাসেল ডমি'ঙ্গো, ব্যাটিং পরা মর'্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, আর স্পিন বোলিং কোচ র'ঙ্গনা হেরাথ।
টেস্টের পেস ইউনিটে ইঞ্জুরি হানা দেওয়ায় নতুন করে অনুভব হচ্ছে মুস্তাফিজের প্রয়োজনীয়তা। মুস্তাফিজের মত ক্রিকেটারের বেছে বেছে খেলার সুযোগ নেই, সম্প্রতি এমন মন্তব্য করে আবার আগু'নে ঘি ঢেলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এ ইস্যুতে বৈঠকে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিশ্বা'স- দেশের প্রয়োজনে ডাকলে যেকোনো ক্রিকেটারকেই পাবে বিসিবি।
তিনি বলেন, ‘আপনারা এসব ওদের জিজ্ঞেস করারই দরকার নেই। কোনো খেলোয়াড় যেমন বেছে বেছে খেলতে চায় বা কোনো ফরম্যাটে খেলতে চায় আবার কোনো ফরম্যাটে খেলতে চায় না, তেমনি আ মর'াও ইচ্ছা করলে কাউকে খেলাতে পারি আবার না-ও খেলাতে পারি। সবাইকে খেলাতে হবে এমন কোনো কথা নেই।’
‘তবে আমা'র মনে হয়, এখন যারা খেলছে তাদের মধ্যে এমন কোনো খেলোয়াড় নেই যাকে দেশের প্রয়োজনে বললে খেলবে না। এটা আমি মনে করি। তারপরও কেউ ব্যতিক্রম হলে আমা'র ধারণা ভুল।’– বলেন তিনি।