কিছু সময়ের আগে পর্যন্ত পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা তাদের অধিনায়ক বাবর আজমের স'ঙ্গে বিরাট কোহলির তুলনা টানতেন।বলছেন কোহলির চেয়ে বাবর ভালো।তবে এখন তারা মহম্ম'দ রিজওয়ান বনাম ঋষভ পন্ত এবং শাহিন আফ্রিদি বনাম জসপ্রীত বু মর'াহকে নিয়ে তুলনা করতে শুরু করেছে।
শাহিন আফ্রিদি আইপিএল নিলামে অংশ নিলে তাঁর দাম উঠত ২০০ কোটি টাকা! এমনই অদ্ভুত এবং হাস্যকর দাবি করে বসছেন পাকিস্তানি সাংবাদিক।
আফ্রিদির মতো ক্রিকেটার আইপিএল খেললে নিঃসন্দে'হে প্রচুর টাকা দাম পেতেন, এবি'ষয়ে সংশয় প্রকাশ করবেন না কেউই। তবে তাই বলে কোন যুক্তিতে ২০০ কোটি টাকা দাম উঠতে পারত বলে মনে হয় সংশ্লিষ্ট পাক সাংবাদিকের, সেটা একমাত্র তিনিই বলতে পারবেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবার শাহিন আফ্রিদি এবং জসপ্রীত বু মর'াহকে নিয়েও তুলনা করেছিলেন। আকিব বলেছেন,‘এখন আমা'র মনে হয় জসপ্রীত বু মর'াহের চেয়ে ভাল শাহিন আফ্রিদি।
কারণ শাহিন যখন আন্তর্জাতিক ক্রিকে'টে এসেছিলবু মর'াহ ততদিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সমালোচকরা বলত বু মর'াহ টেস্ট,টি-টোয়েন্টিতে ভাল করছে। কিন্তু এখন শাহিন সেটা প্রমাণ করেছেন। সে আরও ভাল এবং বু মর'াহের চেয়েও বেশি সম্ভাবনাময়।’
তিনি আরও বলেন, ‘এই দিনগু'লিতে পন্তের চেয়ে রিজওয়ান ভাল। পন্ত যে খুব দক্ষ খেলোয়াড় তাতে কোন সন্দে'হ নেই কিন্তু রিজওয়ান যেভাবে দায়িত্ব নিচ্ছেন তাতে পন্ত অনেক পিছিয়ে। এটা প্রায়ই বলা হয় যে পন্ত একজন আ'ক্রমনাত্মক খেলোয়াড়,কিন্তু আ'ক্রমণাত্মক মানে কয়েকটি বড় শট মা'রা এবং আউট হয়ে যাওয়া নয়বরং ক্রিজে থাকা, লড়াই করা এবং খেলা শেষ করা।’
ক্রিকেট বিশ্বে খেলোয়াড়দের তুলনা করাটা সাধারণ বি'ষয়। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের স'ঙ্গে ভারতীয় খেলোয়াড়দের তুলনাটা বাকি খেলোয়াড়দের তুলনায় একটু বেশি হয়ে থাকে, আর এই তুলনাটাও একটু অন্য মাত্রা পায়। তাই এবার এবন কথা বলায় নেটিজেনরা চরম ভাবে ধুয়ে দিয়েছেন পাকিস্থানের প্রাক্তনীকে
Neeche Se Topper নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে শাহিন আফ্রিদির সম্ভাব্য ২০০ কোটি টাকা দামের প্রতিক্রিয়ায় লেখা হয়, ‘তাহলে ভালো হবে শাহিন আফ্রিদিকে বিশ্বব্যা 'ঙ্কের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।’