দীর্ঘদিন হলো টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন জাতীয় দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। সাংবাদিকদের সাথে আলাপকালে একাধিকবার তিনি জানিয়েছেন অন্য দুই ফরম্যাটে নিজেকে ফিট রাখার জন্য টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
তবে এই মুহুর্তে বিসিবির যাচ্ছে মুস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলুক। তবে মোস্তাফিজর টেস্ট খেলতে না চাওয়া নিয়ে আজ বিসিবিতে এসে ক্ষু'ব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিম ডিরেক্টর এবং বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এ সময় তিনি জানিয়ে দেন, মোস্তাফিজের টেস্ট খেলা অবশ্যই উচিৎ।
তাকে টেস্ট খেলতেই হবে। মিরপুরে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, “সাদা বলে হয়ত টাকার ব্যাপারটা বেশি। আইপিএল খেললে হয়ত ২-৪ কোটি টাকা পাবে। ক্রিকেট কি টাকার চেয়ে বড় নয়? দেশ কি টাকার চেয়ে বড় নয়”?
আ মর'া তো টাকার জন্য খেলিনি। একজন ক্রিকেটারকে এখন মৃ'ত্যুর সময় বিসিবির সহায়তা লাগে। ওদের তো লাগবে না। ওরা বরং অন্যদের সহায়তা করতে পারে। দেশের জন্য কেন আমি খেলব না?”
তবে যেহেতু আইপিএল খেলছে এখন মোস্তাফিজ, এ কারণে এসব নিয়ে খুব বেশি ঘাঁটাতে চান না সুজন। তিনি বলেন, “যেহেতু ওকে আ মর'া ছুটি দিয়ে দিয়েছি, আইপিএল খেলছে, এখন ওকে ডিস্টার্ব করতে চাই না। আইপিএল খেলুক। আইপিএলে আমা'দের একজন প্রতিনিধিত্ব করছে এটা আমা'দের জন্য বড় একটা ব্যাপার। আ মর'া চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটা টেস্ট হলেও খেলুক।”