কেকেআর চলতি মর'শুমে সেই দলগু'লির মধ্যে একটা যারা এখনও অবধি ১০ পয়েন্টের গন্ডি ছুঁতে পারেনি। কিন্তু কেকেআরের মূল সমস্যা ওপেনিং।
কলকাতার এখনও পর্যন্ত এই দল নিজেদের জন্য সেরা ওপেনিং জুটি তৈরি করতে পারেনি। টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটি ম্যাচে ব্যর্থ নাইটদের ওপেনিং জুটি। শুধুমাত্র ওপেনিং কম্বিনেশন ছাড়া আর কোথাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
আজ শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি 'হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। লখনউ বর্তমানে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে। দশ ম্যাচের মধ্যে সাতটিতে তারা জিতেছে।
লখনউয়ের কথা বলতে গেলে, এই দলের অধিনায়ক এবং ওপেনার কেএল রাহুল এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই মর'শুমে তিনি দু’টি সেঞ্চুরি সহ ১০ ম্যাচে ৪৫১ রান করে ফেলেছেন।
মহসিন খানের দুরন্ত বোলিং ভরসা যোগাচ্ছে রাহুলকে। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরু'দ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেয়ে আ'ত্মবিশ্বা'সী ক্রিকেটাররাও। সেই স'ঙ্গে দলে আছেন গৌতম গম্ভীরের মতো মেন্টর যার হাত ধরে একসময় নারায়ণ, রাসেল, মাভি, নীতিশ রানাদের উত্থান। তাই সব মিলিয়ে আজকের ম্যাচে একটু হলেও এগিয়ে রাহুলরা।
লখনউ সুপারজায়ান্টস সম্ভাব্য একাদশ:
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), দীপক হুডা, আয়ুশ বাদোনি, মা'র্কাস স্টোইনিস, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, মহসিন খান, রবি বিশ্নই
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, সুনীল নারায়ণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটরক্ষক) নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, অনুকুল রায়, উমেশ যাদব, টিম সাউদি, শিবম মাভি