নিলামের মধ্যে দিয়ে গু'জরাট টাইটানস দল তাকে দলে ভিড়িয়েছিল। প্রথম পাঁচ ম্যাচে খেলার কোনও সুযোগই পাননি। পরের দুই ম্যাচেও সেভাবে ব্যাট হাতে বলার মতো পারফরম্যান্স করতে পারেননি। তবে এখানেই দমে না গিয়ে হায়দ্রাবাদের বিরু'দ্ধে ব্যাট হাতে রণমূর্তি ধারণ করেন তিনি
ঋ'দ্ধিমান সাহা তার লক্ষ্যে যে কতটা অবিচল তা ফের প্রমাণ পাওয়া গিয়েছে চলতি আইপিএলেই। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের বিরু'দ্ধে তার ৩৮ বলে ৬৮ রানের বি ধ্বং'সী ইনিংস বুঝিয়ে দিয়েছে এখনো তিনি ফুরিয়ে যান নি। এবার তিনি জানিয়ে দিল ক্রিকেটটা তিনি ‘শো-অফ’ করে কাউকে দেখাতে নয় বরং তার দলকে জেতাতেই খেলেন।
৩৭ বছর বয়সি এই ব্যাটারের ৩৮ বলে ৬৮ রানের ইনিংসে ভর করেই ১৯৬ রানের কঠিন জয়ের লক্ষ্যমাত্রার দিকে অনেক সহজেই এগিয়ে যেতে সক্ষম হয়েছিল গু'জরাট দল। এক নামি সাংবাদিক তাকে পরোক্ষভাবে ভয় দেখানোর চেষ্টা পর্যন্ত করেছেন। তবে কোনও কিছুই পাপালির ফোকাসকে নড়াতে পারেনি।
ঋ'দ্ধিমান সাহা জানান ‘আমি সবসময় দলের জন্যই খেলি। দলকে জেতানোই আমা'র মূল লক্ষ্য। আমা'দের প্রায় ২০০ রানের কাছাকাছি লক্ষ্যমাত্রা তাড়া করতে হয়েছিল ওই ম্যাচে জয়ের জন্য। আমি দলকে প্রয়োজনীয় শুরুটা দিতে সক্ষম হয়েছিলাম। দলের জয়ের পিছনে অবদান থাকায় আমি খুশি। সেটাই আসল জায়গা। আমি শো-অফ করে কাউকে কিছু দেখাতে খেলি না। আমি সবসময় খেলি আমা'র দলকে জেতাতে’।