বর্তমানে ভ'য়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে।
দেশটির জনগণ এখন ভ'য়াবহ মুদ্রাস্ফীতি, জ্বা'লানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। এমন সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দাবি করেছেন অর্জুনা রানাতু'ঙ্গা।
বে'ঙ্গালুরুতে কর্ণাটক অলিম্পিক ভবনে এক অনুষ্ঠানে রানাতু'ঙ্গা বলেন, ‘যখন আপনি ক্রিকেট খেলবেন, তখন আজকের কথা না ভেবে আগামীকালের কথা ভাববেন। এখন সবাই নিজের গৌরবের কথা ভাবে। আমা'দের ক্রিকেট বোর্ড দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সবকিছুই তালগোল পাকিয়ে ফেলছে। আ মর'া তরুণ প্রতিভাবান ক্রিকেটার তৈরি করি, তবে তাদের ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে না।’
ভবি'ষ্যতের জন্য দল তৈরি করতে হলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া প্রস'ঙ্গে রানাতু'ঙ্গা এক পুরনো ঘটনার স্মৃ'তিচারণ করেন। তখন মাহেলা জয়াবর্ধনেকে পাঁচ নম্বরে সুযোগ দিতে ব্যাটিং অর্ডারে নিচে ব্যাটিং করেছিলেন রানাতু'ঙ্গা । একজন ভালো নেতার কাজ এমনই হওয়া উচিত বলে মনে করেন লঙ্কানদের সাবেক অধিনায়ক।
এই প্রস'ঙ্গে রানাতু'ঙ্গা বলেন, ‘কেউ আমাকে নিচে ব্যাটিং করতে বলেনি, বিশেষ করে যখন আমি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছি। কিন্তু একজন ভালো নেতা এই কাজটাই করে।’