আইপিএলে মুম্বাইয়ের মাঠে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
ভালো ছন্দে থাকলেও একাদশ থেকে জায়গা হারালেন ফিজ
শুরুর দু-এক ম্যাচে কোয়ারেন্টাইনের জন্য দলে না থাকলেও এরপর দিল্লির একাদশে নিয়মিত ছিলেন ফিজ। কিছু ম্যাচ বাদে বোলিংয়ে দিল্লির হয়ে নিয়মিত জ্বলে উঠেছেন মুস্তাফিজুর রহমান। তবে বোলিংয়ে ফিজ ভালো করলেও দলের অন্যদের ব্যর্থতায় হারের মুখ অনেকবার দেখতে হয়েছে দিল্লিকে।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নাম্বারে অবস্থান করছে দিল্লি। আইপিএলের এবারের আসরের পঞ্চাশতম ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার দিনে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
যদিও ম্যাচ শুরুর আগে মুস্তাফিজকে নিয়ে নিজেদের ফেসবুক পেইজে কিছু পোস্ট করে দিল্লি ক্যাপিটালস।
এর মধ্যে একটি পোস্টে তারা লিখে, “মুস্তাফিজুর রহমান তৈরি আজকের চ্যালেঞ্জের জন্য।”।
এছাড়াও আরেক পোস্টে তারা লিখে, “আমা'দের বাংলাদেশী তারকা ডেথ ওভার বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান আজ রাতে গর্জন করতে যাচ্ছে। আজ কয়টি উইকেট নিবে মুস্তাফিজুর রহমান।”
যদিও টসের পর জানা যায় একাদশেই আজ থাকছেন না মুস্তাফিজুর রহমান। এরপর মুছে দেওয়া হয় দিল্লির ফেসবুক পেইজের দ্বিতীয় পোস্টটি।
দিল্লি ফেসবুক পেইজের এমন আচরণের পর বেশ বিব্রত বাংলাদেশের স মর'্থকরা। দিল্লির পেইজের অন্যান্য পোস্টগু'লোতে এ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে বাংলাদেশের স মর'্থকদের।
এ ম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ২০৭ রান করেছে দিল্লি ক্যাপিটালস। জয়ের জন্য হায়দ্রাবাদের প্রয়োজন ২০ ওভারে ২০৮ রান।