বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার এবার ঈদ করছেন পরিবারের স'ঙ্গে, নিজের গ্রামে, নিজের আপন জনের সাথে। তার কারণ বাংলাদেশ জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকে'টের কোন সূচি নেই।
তবে বাকি সব ক্রিকেটারদের থেকে ব্যতিক্রম বাঁহাতি পেসার কা'টার মাস্টার মোস্তাফিজুর রহমান। বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় সেখানেই কা'টাতে হচ্ছে তার ঈদ।
আইপিএলের ১৫ তম আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলতে মা'র্চের শেষ দিকেই ভারত চলে গিয়েছিলেন বাংলাদেশের এই তারকা। সেখান থেকেই সবার জন্য দিয়েছেন ঈদের শুভেচ্ছাবার্তা। পাশাপাশি পরিবারের স'ঙ্গে ঈদ করতে না পারার আ'ক্ষেপও তার কণ্ঠে।
ঈদের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিল্লির অফিসিয়াল পেজে আপলোড করা ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মোবারক। সাধারণত ঈদে আ মর'া চার ভাই একস'ঙ্গে বাড়িতে থাকা হয়। আমা'র বন্ধুরাও থাকে, কাজিনরা থাকে। সবাই মিলেই ঈদটা কা'টাই। এই বছর পারছি না।’
এছাড়া নিজের ফেসবুক পেজে স্ত্রীর স'ঙ্গে ছবি আপলোড করে মোস্তাফিজ লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’