প্রথম নয় ম্যাচে পাঁচটি হেরে যাওয়ায় প্লে-অফ খেলার সম্ভাবনা বেশ কঠিন হয়ে গেছে পাঞ্জাব কিংসের। সেরা চারে থাকতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই তাদের সামনে। সেই মিশনে টেবিল টপার গু'জরাট কিংসকে অল্পেই আট'কে রাখলো পাঞ্জাব।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি করতে পারেনি গু'জরাট। একা লড়ে ৬৪ রানের ইনিংস খেলেছেন সাই সুদর্শন। আগু'নঝরা বোলিংয়ে ৪ উইকেট শিকার কাগিসো রাবাদার।
টস জিতে ব্যাট করতে নেমে সুদর্শন ছাড়া গু'জরাটের আর কোনো ব্যাটার তেমন সুবিধা করতে পারেননি। তিন নম্বরে নেমে পাঁচ চার ও এক ছয়ের মা'রে ৫০ বলে ৬৪ রানের অ'পরাজিত ইনিংস খেলেছেন সুদর্শন। তার ব্যাটে ভর করেই বলার মতো সংগ্রহ পেয়েছে গু'জরাট।
এছাড়া ঋ'দ্ধিমান সাহা ১৭ বলে ২১, ডেভিড মিলার ১৪ বলে ১১ ও রাহুল তেয়াতিয়া ১৩ বলে ১১ রান করেছেন। আর কোনো ব্যাটার দুই অ 'ঙ্কে পৌঁছতে পারেননি।
পাঞ্জাবের পক্ষে বল হাতে ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রাবাদা। এছাড়া আর্শদিপ সিং, রিশি ধাওয়ান ও লিয়াম লিভিংস্টোন নিয়েছেন একটি করে উইকেট।