গত কয়েকটি আইপিএল ম্যাচে, চেন্নাই সুপার কিংস দলের হয়ে ওপেনার হিসেবে ধা'রাবাহিকভাবে পারফর্ম করেছেন রুতুরাজ গারকোয়াড। তিনি ২০২০ মর'সুমে ব্যাট দিয়ে ভাল করেছিলেন,
যা আইপিএলের ইতিহাসে CSK-এর সবচেয়ে খারাপ মর'সুম ছিল। সেই ঋতুরাজও রবিবারের ম্যাচে হায়দরাবাদ দলের বিরু'দ্ধে কঠোর ব্যাটিং করেছিলেন। তার ব্যাটের জোরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস।
তবে ৯৯ রানে আউট হয়ে মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া করে আইপিএলের ইতিহাসে ‘অভাগা’দের তালিকায় নাম তুললেন রুতুরাজ গায়রকোয়াড়। তবে তিনিই একমাত্র এই অভাগা নয়। আইপিএলের ইতিহাসে তিনি পঞ্চম ক্রিকেটার যিনি ৯৯ রান করে আউট হয়ে গেলেন।
আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:
১) বিরাট কোহলি (আরসিবি), ২০১৩ বনাম ডেকান চার্জার্স
২) পৃথ্বী শ (দিল্লি), ২০১৯ বনাম কেকেআর
৩) ইশান কিশান (মুম্বই), ২০২০ বনাম আরসিবি
৪) ক্রিস গেল (পঞ্জাব), ২০২০ বনাম রাজস্থান রয়্যালস
৫) রুতুরাজ গায়রকোয়াড় (চেন্নাই), ২০২২ বনাম রাজস্থান রয়্যালস।