শেষ হয়ে গেলো আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট কেনার আবেদনের সময়। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপের ২ কোটি ৩৫ লাখ টিকিটের জন্য আবেদন করা হয়েছে। যেখানে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে আর্জেন্টিনার তিন ম্যাচের টিকিটের।
বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মানুষরা টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন। একইদিনে হওয়া দুই ম্যাচের টিকিটের জন্যও আবেদন করতে পেরেছেন ফুটবলপ্রেমীরা।
এর মধ্যে সবচেয়ে বেশি টিকিটের আবেদন হওয়া চারটি ম্যাচের তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই ম্যাচ চারটি হলো আর্জেন্টিনা বনাম মেক্সিকো, আর্জেন্টিনা বনাম সৌদি আরব, ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বনাম পোল্যান্ড।
অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিনটি ম্যাচই রয়েছে আবেদনকারীদের চাহিদার শীর্ষে। তবে আবেদনকারীদের সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টিকিট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। আগামী ৩১ মে থেকে ইমেইলের মাধ্যমে সবাইকে টিকিটের ব্যাপারে চূড়ান্ত নিশ্চয়তা দেবে ফিফা।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। পরের দিন সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচটি হবে ২৫ নভেম্বর।