ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ৪২তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। হাই ভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পক্ষে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সি'দ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে দলটির একাদশে একটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন আভেশ খান, তার জায়গায় সুযোগ পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম। তবে কোনো পরিবর্তন আসেনি দিল্লীর একাদশে। অ'পরিবর্তিত একাদশ নিয়েই মুস্তাফিজরা মাঠে নামবেন।
লক্ষ্ণৌ এখন পর্যন্ত খেলেছে ৯টি ম্যাচ, এর মধ্যে জয় পেয়েছে ৬টি ম্যাচে। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান তৃতীয়। লক্ষ্ণৌয়ের চেয়ে এক ম্যাচ কম খেলা দিল্লী ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আজ জিতলে ১০ ম্যাচ খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালোরকে টপকে পাঁচ নম্বরে উঠে আসবে মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্টের দল।
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, মিচেল মা'র্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মা'র্কাস স্টয়নিস, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বি'ষ্ণই।