রানের ধা'রায় ফিরেও স্বস্তিতে নেই বিরাট কোহলি। বেশ কিছু ইনিংস পর কোহলির ব্যাট হেসেছে ঠিকই, কিন্তু তাতেও কোহলি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালোরের স মর'্থকদের মন গলেনি। উল্টো তার ইনিংসকে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির ইনিংসের সাথে তুলনা করছেন অনেকে।
বলা বাহুল্য, শচীনের শততম সেঞ্চুরিও হাসি ফো’টায়নি ভারতীয়দের মুখে। কারণ মিরপুরে এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল ভারত। এর পেছনে ভারতীয়রা দায় দেখেন শচীনের মন্থর গতির সেঞ্চুরির।
এবার কোহলির অর্ধশতককেও এভাবেই দেখা হচ্ছে। গু'জরাট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান জড়ো করে ব্যা'ঙ্গালোর। তাতে কোহলির অবদান ৫৮, তবে এজন্য তাকে খেলতে হয়েছে ৫৩ বল।
কোহলির এই মন্থর ব্যাটিংয়ের কারণে দলীয় স্কোর আরও বড় করা যায়নি, মনে করেন ব্যা'ঙ্গালোরের স মর'্থকরা। গু'জরাট এই লক্ষ্য তাড়া করে ফেলে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই। ফলে ব্যা'ঙ্গালোর বরণ করে হ্যাটট্রিক পরাজয়।
ফলে রানের ধা'রায় ফিরেও সমালোচনা সহ্য করতে হচ্ছে কোহলিকে। একনজরে দেখে নিন কোহলিকে দুয়ো জানিয়ে করা উল্লেখযোগ্য কিছু টুইট।
Kohli’s innings was good for a 1 day game not for T20. That was the turning point, but RCB cannot afford to drop him because their sponsors will drop out. It is a financial decision to play Virat, and even if he scores 10 ducks he will still play.
— Anand Vaikar (@vaikar_anand) April 30, 2022