ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত শর্মা'র কাঁধে ছড়ে দলটা এবার হয়তো স্বপ্ন দেখেছিল শিরোপা পুনরু'দ্ধারের। কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচ শেষের আগেই পরের রাউন্ডে যাওয়ার আশার আলো নিভে গেছ দলটির। যেমনটা পাকিস্তান সুপার লিগে হয়েছিল বাবর আজমের করাচি কিংসের।
টুর্নামেন্টের শুরু থেকেই মুম্বাইয়ের একের পর এক হারের সাথে মিলে যাচ্ছিল বাবরের করাচি কিংসের। এবার পুরোপুরিই যেন মিলে গেলো। কেননা সবশেষ ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স আসরে প্রথম জয় তুলে নিয়েছে। রাজস্থানের বিপক্ষে তারা জিতেছে ৫ উইকে'টে। নিজেদের নবম ম্যাচে এসে জয় পেল রোহিতের দল।
এমন অবস্থা দেখা গিয়েছিল সবশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে। চলতি বছর অনুষ্ঠিত হওয়া পিএসএলে বাবর আজমের নেতৃত্ব দিয়েছিলেন করাচি কিংসকে। তার নেতৃত্বে দল বেশ বাজে ভাবে ব্যর্থ হয়ে বাদ পড়ে লিগ পর্ব থেকে। ১০ ম্যাচে করাচি জয় পেয়েছিল কেবল ১টি ম্যাচে। টানা ৮ ম্যাচে হারের পর সেই জয়টি এসেছিল নবম ম্যাচে।
দুজনেই জাতীয় দলের অধিনায়ক। অথচ ফ্র্যাঞ্চাইজি লিগে নেতৃত্বের এমন বাজে পারফরম্যান্স এক করে দিয়েছে দুজনকে। শুধু নেতৃত্বেই নয়, ব্যাট হাতেও দুজনের পারফর্ম অনেকটা একই। এ যেন বাবর আজম আইপিএলে হাজির হয়েছেন রোহিতের বেশ ধরে!