গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা শক্ত করেছে লখনউ সুপার জায়ান্টস দল। এখন আছে তারা তিন নম্বর পজিশনে।
তবে এই ম্যাচে খেলতে যাওয়ার পথে দু'র্ঘটনা কবলে পড়লেন লখনউ সুপার জায়ান্টস দলের সিইও রঘু আইয়ার। দলের বাস যখন হোটেল থেকে মাঠের পথে যাচ্ছেল তখন এই দু'র্ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, লখনউ সুপার জায়ান্টসের টিম বাসের স'ঙ্গে ছুটে চলা টিম অফিসারদের একটি গাড়ি দু'র্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর অনুযায়ী গাড়িতে থাকা লখনউ সুপার জায়ান্টস টিমের সিইও রঘু আইয়ার,গৌতম গম্ভীরের ব্যক্তিগত সচিব এবং অন্য একজন সদস্য এই সড়ক দু'র্ঘটনার শিকার হয়েছেন। তিনজনই আ'হত হয়েছেন বলে জানা গিয়েছে।
লখনউ সুপার জায়ান্টস দলের বাস এবং অন্যান্য যানবাহন পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে যাচ্ছিল। একই সময়ে টিম বাসের পিছনে থাকা গাড়িটি সড়ক দু'র্ঘটনার কবলে পড়ে। এই দু'র্ঘটনায় লখনউ সুপার জায়ান্টের চিফ এক্সিকিউটিভ অফিসার রঘু আইয়ার সহ তিনজন আ'হত হয়েছেন।
তবে ভাল খবর হল তিনজনই নিরাপদে রয়েছেন। সেই সময়েলখনউয়ের পুরো দল এবং বাকি কর্মকর্তারা সঠিক সময়ে স্টেডিয়ামে পৌঁছেছিলেন। এবং ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। তবে এমন দু'র্ঘটনায় দলের সদস্যদের একটু আত 'ঙ্কে ফেলে দিয়েছিল।