ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। মায়াঙ্ক আগারওয়ালদের ২০ রানে হারের দিনে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে মুস্তাফিজরা।
আইপিএলে শুক্রবার (২৯ এপ্রিল) রান করতে নেমে শুরু থেকেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন পাঞ্জাবের ব্যাটাররা। মহসিন খান, দুষ্মন্থ চামিরাদের বোলিং তোপে ক্রিজে স্থায়ী 'হতে পারেননি পাঞ্জাবের কিংসরা।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। অধিনায়ক মায়া 'ঙ্কের ব্যাট থেকে আসে ২৫ রান। এছাড়া ঋষি ধাওয়ান ২১ ও লিয়াম লিভিংস্টোন ১৮ রানের ইনিংস খেলেন। তবে দায়িত্ব নিয়ে কেউ ক্রিজে স্থায়ী 'হতে না পারায় সহজ লক্ষ্যে পেয়েও ২০ রানের ব্যবধানে হারতে হয়েছে পাঞ্জাবকে।
লখনৌর হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মহসিন খান। দুটি করে উইকেট শিকার করেন চামিরা ও ক্রুনাল পান্ডিয়া।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক।
অন্যদিকে ৩৪ রান করেন দীপক হুডা। কাগিসো রাবাদার বোলিং তোপে বাকিরা কেউ ব্যাট হাতে করতে পারেননি সুবিধা। লখনৌর ৪ ব্যাটারকে একাই শিকার করেন প্রোটিয়া ফাস্ট বোলার রাবাদা। দুই উইকেট শিকার করেন রাহুল চাহার।
এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় লখনৌ সুপার জায়ান্টস। ১১ বল মোকাবিলায় মাত্র ৬ রান আসে তার ব্যাট থেকে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে পাঞ্জাবের বোলারদের পরীক্ষায় ফেলে দেন কুইন্টন ডি কক ও দীপক হুডা। দু’জনে গড়ে তোলেন ৮৫ রানের জুটি। ৩৭ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন ডি কক। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও দুটি ছক্কা। এর কিছুক্ষণ পর রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন হুডা। ২৮ বল মোকাবিলায় তিনি করেন ৩৪ রান।
এরপর ৭ রানের ব্যবধানে একে একে সাজঘরের পথ ধরেন ক্রুনাল পান্ডিয়া (৭), আইয়ুশ বাধোনি (৪) ও মা'র্কাস স্টয়নিস (১)। ফলে বড় সংগ্রহের পথে থাকা জায়ান্টসরা মুহূর্তে পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ব্যাট হাতে জেসন হোল্ডার ও দুষ্মন্থ চামিরা মাঝে দলের হাল ধ’রার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ক্রিজে স্থায়ী 'হতে দেননি কাগিসো রাবাদা ও রাহুল চাহার। শেষদিকে মহসিন খানের অ'পরাজিত ১৩ রানে ভর করে সংগ্রহ ১৫০ ছাড়ায় লখনৌর।