আইপিএলের ৪২তম ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস আর পাঞ্জাব কিংস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে টস জিতে লোকেশ রাহুলের লখনৌকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে লখনৌ। রাহুলের দল ৮ ম্যাচের ৫টি জিতে তালিকার চার নম্বরে। অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয় নিয়ে সাত নম্বরে পাঞ্জাব।
লখনৌ একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মা'র্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুদা, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্ত চামিরা, রবি বি'ষ্ণুই, মহসিন খান, আভেশ খান।
পাঞ্জাব একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাদা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দ্বীপ শর্মা।