পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া আগে অ'ভিযোগ করেছিলেন ধ'র্ম আলাদা হওয়ার কারণে পাকিস্তান ক্রিকেট দলে বিভেদ-বিদ্বেষের শিকার হয়েছেন। সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও কানেরিয়ার এ অ'ভিযোগের পক্ষে কথা বলেছিলেন। আর এবার কানেরিয়া বলছেন, আফ্রিদি একজন মিথ্ যাব'াদী ও চরিত্রহীন ব্যক্তি।
আফ্রিদির অধিনায়কত্বের সময় বৈষম্যের শিকার হয়েছেন, কানেরিয়া এমন অ'ভিযোগ আগেই করেছিলেন। তিনি মনে করেন এই আফ্রিদি না থাকলে তাঁর ওয়ানডে ক্যারিয়ার আরও দীর্ঘ 'হতো। কিন্তু সীমিত ওভারের ক্রিকে'টে নিজের জায়গা ধরে রাখতেই কানেরিয়াকে সব সময় উপেক্ষা করতেন আফ্রিদি।
দানিশ কানেরিয়ার মতে, ‘সে কখনোই চাইত না আমি দলে থাকি। সে একটা আস্ত মিথ্ যাব'াদী আর ষ'ড়যন্ত্রকারী। চরিত্রেও সমস্যা আছে ওর। সে সব সময়ই আমাকে পেছন থেকে টেনে ধরত। আ মর'া দুজনই লেগ স্পিনার ছিলাম। সে কারণে আফ্রিদি আমাকে বসিয়ে দিত। আফ্রিদি অন্য খেলোয়াড়দের আমা'র বিরু'দ্ধে উসকে দিত। আমা'র যেহেতু ভালো পারফরম্যান্স ছিল, তাই সে আমাকে হিং'সা করত। আমি পাকিস্তানের হয়ে খেলতে পেরে গর্বিত। আমি অনেক কৃতজ্ঞ।
আফ্রিদির বিরু'দ্ধে অ'ভিযোগ তোলা কানেরিয়ার ক্যারিয়ারও অবশ্য বিতর্কিত। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অ'ভিযোগে আজীবনের জন্য নি'ষি'দ্ধ হন কানেরিয়া।
তবে এটিকে তাঁর বিরু'দ্ধে ষ'ড়যন্ত্র বলে আসছেন সাবেক এ লেগ স্পিনার, ‘আমি আগেও বলেছি, আমি নির্দোষ। তবে আমা'র স'ঙ্গে আরও একজনের নাম এসেছিল, কিন্তু পরে কেবল আমিই দোষী সাব্যস্ত হই। সেই ব্যক্তি আফ্রিদি ও পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারের বন্ধু। স্পট ফিক্সিংয়ের অ'ভিযোগে শাস্তি পাওয়া অনেকেরই শাস্তি উঠে গেছে। অনেকেই ক্রিকে'টেও ফিরেছেন, আন্তর্জাতিক ক্রিকেটও খেলা হয়ে গেছে নির্বাসন থেকে ফিরে। আমি তো এখন আর ক্রিকে'টে ফিরতে পারব না, সে বয়সও নেই। আমি পিসিবির কাছে কোনো চাকরিও চাই না। কেবল চাই পিসিবি আমা'র শাস্তিটা তুলে দিক, আমি একটু শান্তিতে জীবন যাপন করি।’
#DanishKaneria #ShahidAfridi Shahid Afridi Was a Liar, Characterless Person: Danish Kaneria. @DanishKaneria61 https://t.co/Z9p0PVTNA5
— CricketCountry (@cricket_country) April 28, 2022
Former Pakistan spinner Danish Kaneria revealed that his ex-teammate Shahid Afridi has played a big part in his omission from the ODI squad.#Crickettwitter pic.twitter.com/MTmomXn2Tj
— CricTracker (@Cricketracker) April 29, 2022
Qries