আ’লোচিত মুশকান জুবেরীর চরিত্রে অ’ভিনয় করা আজমেরী হক বাঁধন চলতি মাসে আবার কলকাতায় উড়াল দিচ্ছেন।
কারণ, সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজের ডাবিং করবেন তিনি।
এর বাইরে সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করেছেন বেছে কাজ করা এই অ’ভিনেত্রী।
৫ ফেব্রুয়ারি এনটিভির ‘সেলিব্রেটি আড্ডা : রূপকথার রাত’ আয়োজনে অ’তিথি হয়ে সৌন্দর্যবি'ষয়ক এক প্রশ্নের উত্তরে বাঁধন জানিয়েছেন, নিজের নাক সবচেয়ে বেশি পছন্দ।
তাঁর ভাষ্যে সেটা এমন, ‘আমি কনফিডেন্ট যে আমি ভালো মনের মানুষ এবং কিছু সৌন্দর্য তো আছেই। সবচেয়ে সুন্দর হচ্ছে আমা’র নাক… পৃথিবীতে আর কিছু চলে যাক, আমা’র তো খুব ভ’য় লাগে—কিছু একটা হয়ে যদি আমা’র নাকটার কিছু হয়। কারণ, নাক আমা’র সবচেয়ে প্রিয়।’
শ্রাবণ্য তৌহিদা ও ইভান সাইর সঞ্চালিত ঘণ্টাব্যাপী ওই আয়োজনে বয়স নিয়ে রাখঢাক না রাখা ৩৭ বছর বয়সী বাঁধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি ‘ট্রু লাভে’ বিশ্বা’সী কি না?
এমন প্রশ্নে হ্যাঁ সূচক উত্তর দিয়েছেন বাঁধন। এরপর তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, বাঁধনের জীবনে এখনো ট্রু লাভ এসেছে কি না? এই প্রশ্নেও হ্যাঁ সূচক উত্তর দিয়ে বাঁধন বলেন, ‘মনে করছি ব্যাপারটা আপেক্ষিক…।’